রাজ্যে ৬১১৪ জন নার্স নিয়োগ করা হবে, প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। বিজ্ঞপ্তি নম্বর: R/Staff Nurse, Gr-II/08/2021.

আজ আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতাঅ, বয়স, বেতন, আবেদনের পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য।

শূন্যপদের বিন্যাস: জেনারেল নার্সিং মিডওয়াইফারি: মহিলা (অসংরক্ষিত ১১০৮, তপশিলি জাতি ১২৫৫, তপশিলি উপজাতি ৩৬৩, ওবিসি এ ৬৬৮, ওবিসি বি ১৭০, পিডব্লুডি ১৩),

পুরুষ (অসংরক্ষিত ১২৪, তপশিলি জাতি ১৪০, তপশিলি উপজাতি ৪০, ওবিসি এ ৭৪, ওবিসি বি ১৮, পিডব্লুডি ১)।

বেসিক বিএসসি নার্সিং (শুধুমাত্র মহিলাদের জন্য): ২০৩২ (অসংরক্ষিত ৬৩৩, তপশিলি জাতি ৭১১, তপশিলি উপজাতি ২০৬, ওবিসি এ ৩৭৮, ওবিসি বি ৯৬, পিডব্লুডি ৮)।

পোস্ট বেসিক বিএসসি নার্সিং (শুধুমাত্র মহিলাদের জন্য): ১০৮ (অসংরক্ষিত ৩০, তপশিলি জাতি ৪০, তপশিলি উপজাতি ১২, ওবিসি এ ২১, ওবিসি বি ৫)।

বেতনক্রম: বেসিক পে ২৯৮০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো নার্সিং ট্রেনিং স্কুল বা কলেজ থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি/ বেসিক বিএসসি (নার্সিং)/ পোস্ট বেসিক বিএসসি (নার্সিং) পাশ

এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা/ নেপালি ভাষায় কথা বলতে ও লিখতে জানতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৯ বছরে মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ১৬০ টাকা। গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে ০০৫১-০০-১০৪-০০২-১৬ অ্যাকাউন্ট নম্বরে ফি দিতে হবে।

পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ রাত ৮টা পর্যন্ত।

নোটিস দেখতে ক্লিক করুন

By Subrata

সুব্রত একজন টেক লাভার এবং একজন নিরপেক্ষ সংবাদ সম্পাদক , রাইটার সর্বদাই নিরপেক্ষভাবে নিউজ প্রকাশ করতে ভালোবাসে এবং সে সর্বদাই টেকনোলজির উপর গবেষণা করতে ভালোবাসেন এবং টেকনোলজির ক্যাটাগরি নিউজ পাবলিশ করতে ভালোবাসে ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected By Kolkatavision !!