অবশেষে পাকিস্তান (Pakistan) চীনের পর ভারত (India) থেকেও বিনামূল্যে করোনার টিকা (Corona Vaccine) পেতে চলেছে। ভারতের সিরাম ইনস্টিটিউট (Serum Institute of India) পাকিস্তানকে প্রায় পৌনে দু কোটি করোনার টিকা দিতে চলেছে। যেহেতু ভারত সরকারের থেকে সাহায্য চাওয়ার জন্য পাকিস্তানের ইমরান খান (Imran Khan) সরকার ঝুঁকবে না, সেহেতু পাকিস্তান পিছনের দরজা দিয়ে করোনার টিকা পাওয়ার বন্দোবস্ত করেছে। কোভ্যাক্সের অনুষ্ঠানের পর পাকিস্তান এই সহয়তা পেতে চলেছে। সিরাম পাকিস্তানকে বিনামূল্যে ১ কোটি ৭০ লক্ষ ডোজ করোনার টিকা দিতে চলেছে।

পাকিস্তানের অর্থমন্ত্রী আসাদ উমর ট্যুইট করে এই কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘কোভিড ভ্যাকসিন নিয়ে সুসংবাদ। ২০২১ এর প্রথম অর্ধে অ্যাস্ট্রাজেনেকার থেকে প্রায় ১৭ মিলিয়ন করোনার টিকা পাওয়া যাবে। মার্চের মধ্যেই ৬ মিলিয়ন ডোজ পাওয়া যাবে, ডেলিভারি শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। আমরা ৮ মাস আগে কোভ্যাক্সের সাথে এই নিয়ে চুক্তি করেছিলাম।”

By Subrata

সুব্রত একজন টেক লাভার এবং একজন নিরপেক্ষ সংবাদ সম্পাদক , রাইটার সর্বদাই নিরপেক্ষভাবে নিউজ প্রকাশ করতে ভালোবাসে এবং সে সর্বদাই টেকনোলজির উপর গবেষণা করতে ভালোবাসেন এবং টেকনোলজির ক্যাটাগরি নিউজ পাবলিশ করতে ভালোবাসে ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected By Kolkatavision !!