ভারতীয় রেলের এনটিপিসি স্নাতক ও পূর্ব স্নাতক পদগুলোর ( Rrb ntpc)  জন্য পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে।

বিজ্ঞপ্তি নম্বর CEN 01/2019 অনুযায়ী সপ্তম ও শেষ দফার পরীক্ষার তারিখ ঘোষণা করা হল। আগামী ২৩, ২৪, ২৬ ও ৩১ জুলাই, ২০২১ এই পরীক্ষা গ্রহন করা হবে। এই দফায় প্রায় ২. ৭৮ লক্ষ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

পরীক্ষার দশদিন আগে প্রার্থীরা নিজেদের পরীক্ষার তারিখ ও পরীক্ষাকেন্দ্র সম্পর্কে ওয়েবসাইটে তথ্য পেয়ে যাবেন। কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন পরীক্ষার চারদিন আগে থেকে।

নোটিশ দেখে নিন – 

By Subrata

সুব্রত একজন টেক লাভার এবং একজন নিরপেক্ষ সংবাদ সম্পাদক , রাইটার সর্বদাই নিরপেক্ষভাবে নিউজ প্রকাশ করতে ভালোবাসে এবং সে সর্বদাই টেকনোলজির উপর গবেষণা করতে ভালোবাসেন এবং টেকনোলজির ক্যাটাগরি নিউজ পাবলিশ করতে ভালোবাসে ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected By Kolkatavision !!