কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ গুলো রয়েছে তাদের সেমিস্টার সিক্সের এক্সাম সিডিউল দেয়া হয়েছে , আর এই এক্সাম সিডিউল দেখার পর স্টুডেন্টদের মধ্যে বিক্ষোভ প্রকাশ শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে , অনেকে বিভিন্ন রকম ভাবে কটুক্তি করার কথা বলছে ,কারণ স্টুডেন্ট তো এই ধরণের সিডিউল মেনে নিতে পারছে না সমস্ত ছাত্র-ছাত্রীদের দাবি তারা যেন প্রতিদিন একটা করে এক্সাম দে ব্যবস্থা করে দেয়া হোক সোশ্যাল মিডিয়া থেকে আমরা ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের কিছু পোষ্ট আপনাদের সাথে শেয়ার করছি , আমাদের এই নিউজটি পড়ার পর এবং সোশ্যাল নেটওয়ার্কের যে সমস্ত স্কিনশট গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো দেখার পর আপনারা আপনাদের নিজস্ব মতামত আমাদেরকে জানাবেন,অবশ্যই শেয়ার করবেন যাতে বেশি কলকাতা ইউনিভার্সিটির কর্মকর্তারা এই পরিস্থিতির কথা তাদের নিকট কথা পৌঁছায় , সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কলকাতা ভিশন , সাথে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন

By Subrata

সুব্রত একজন টেক লাভার এবং একজন নিরপেক্ষ সংবাদ সম্পাদক , রাইটার সর্বদাই নিরপেক্ষভাবে নিউজ প্রকাশ করতে ভালোবাসে এবং সে সর্বদাই টেকনোলজির উপর গবেষণা করতে ভালোবাসেন এবং টেকনোলজির ক্যাটাগরি নিউজ পাবলিশ করতে ভালোবাসে ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected By Kolkatavision !!