Vision Desk:
আরও ৩৯ টি অতিরিক্ত স্পেশাল ট্রেন চালুর অনুমতি দিল ভারতীয় রেল। তবে কবে থেকে শুরু সেই পরিষেবা শুরু হবে, তা নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। শুধুমাত্র জানানো হয়েছে, সুবিধামতো দিন থেকে সেই ট্রেনগুলি ছুটবে।
বুধবার রেলের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে বাতানুকূল বিশেষ ট্রেন, রাজধানী এক্সপ্রেস এবং যুব এক্সপ্রেস মিলিয়ে ২৬ টি ট্রেন চলবে। এছাড়াও আটটি শতাব্দী এক্সপ্রেস, একটি বন্দে ভারত এক্সপ্রেস এবং বাকিগুলি ডবল ডেকার ট্রেন চালানো হবে। ওই ১৩ টি ট্রেনও বাতানুকূল। তবে তাতে চেয়ার কারও আছে।
সেই ৩৯ টি ট্রেনের মধ্যে পাঁচটি ট্রেন পেয়েছে বাংলা। সেগুলি হল – হাওড়া-রাঁচি, হাওড়া-পুণে, সেকেন্দ্রাবাদ-শালিমার, সাঁতরাগাছি-চেন্নাই এবং হাওড়া-যশবন্তপুর।
দেখে নিন বাংলার পাঁচ ট্রেনের বিস্তারিত তালিকা –
১) ১২০১৯/১২০২০ হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস। রবিবার বাদে রোজ চলবে।
২) ১২২২১/১২২২২ হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস (দ্বি-সাপ্তাহিক)।
৩) ১২৭৭৩/১২৭৭৪ সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস (সাপ্তাহিক)।
৪) ২২৮০৭/২২৮০৮ সাঁতরাগাছি-চেন্নাই এক্সপ্রেস (দ্বি-সাপ্তাহিক)।
৫) ২২৮৬৩/২২৮৬৪ হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস (সাপ্তাহিক)।